দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই: শিক্ষামন্ত্রী

0
11

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সংক্রমণ কমেছে তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই।

 

আজ শুক্রবার সকাল ১১ টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনে সরকারের পক্ষ থেকে যা করার করা হয়েছে। স্থানীয় নেতৃত্ব তা নিরসনে কাজ করে গেছেন। সব সময় একটি মহল ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে তারা তা করতে পারে না।

তিনি বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থীরা পড়ালেখা ও আবাসিক হলে বসবাস করে আসছে। আমরা সব সমস্যার সমাধান করার চেষ্টা করি। শাবিপ্রবির মতো সমস্যা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমবেশি আছে, তা সমাধানের চেষ্টা করছে সরকার।

 

সারাদেশে সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যাতে ভালো থাকে তার চেষ্টা রয়েছে। শিক্ষার্থীদের অধিকার যেমন আছে, দায়িত্বও আছে। সকলকে সঙ্গে নিয়ে সব সমস্যার সমাধান করা হবে বলে জানান ডা. দীপু মনি।

 

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here