করোনায় আরও ২৭ জনের মৃত্যু

0
8

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০৬তম দিনে শেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৪১।

 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জন । শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।

 

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৪ হাজার ৬৭টি পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।

 

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৭ লাখ ১৯ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ১২ হাজার ২৪০ টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৭৬ টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ২৩, বেসরকারি ৮ জন ) জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৭৭১ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here