বাংলাদেশের অনুরোধে মালেয়শিয়াতে বাংলাদেশের সাবেক এক হাই কমিশনারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৫ সালে জেল হত্যার অভিযোগ রয়েছে।
আটককৃত ওই ব্যক্তির নাম এম.খাইরুজ্জামান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম ‘দ্যা স্টার’ এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা এ বিষয়ে অবগত রয়েছেন জানানো হয়েছে দ্যা স্টারের অনলাইন প্রতিবেদনে। বৃহস্পতিবার তিনি জানান, নিয়ম মেনেই তাকে গ্রেফতার করা হয়েছে।
তার অপরাধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে (বাংলাদেশ)’র অনুরোধে ও একটি অপরাধে তাকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে তিনি এক দশকেরও অধিক সময় ধরে দেশটিতে বসবাস করে আসছেন।
খাইরুজ্জামান অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর একজন মেজর। জেল হত্যার অভিযোগ আনা হলেও পরবর্তী সময়ে তিনি এ ঘটনা থেকে তাকে দায়মুক্ত করা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালেয়শিয়ায় তাকে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করা হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ আসলে তাকে দেশে ফিরতে বলা হয়। ঝুঁকি বিবেচনায় তিনি জাতিসংঘের রিফিউজি কার্ডের আওতাভুক্ত হয়ে কুয়ালামপুরে বসবাস করে আসছিলেন।