ভারতজুড়ে চলা হিজাব ইস্যুতে এবার সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কর্নাটকে কলেজ শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। বুধবার এই বিতর্কে মুখ খুললেন কংগ্রেস নেত্রী।
প্রিয়াঙ্কার কথায়, ”বিকিনি, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। কী পোশাক পরবেন, তা মহিলাদের একান্তই ব্যক্তিগত পছন্দ। ভারতের সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। মহিলাদের হয়রান করা বন্ধ করুন।” তার টুইটের কমেন্টে একটি থাম্বস আপ দিতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।
#ladkihoonladsaktihoon. হিজাব বিতর্কে এই হ্যাশট্যাগকেই হাতিয়ার করছে কংগ্রেস। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে হিজাব ইস্যুতে কোমর বেঁধে মাঠে নামতে চলেছে হাত শিবির। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যোগীরাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ইস্যু নিয়ে আগে থেকেই প্রচার চালাচ্ছে কংগ্রেস। এবার সেই তালিকায় নতুর সংযোজন কর্নাটকের হিজাব বিতর্ক।
গত সপ্তাহেই হিজাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে টুইট করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তিনি লিখেছিলেন, ”শিক্ষার মধ্যে হিজাবকে নিয়ে এসে আদতে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। মা সরস্বতী সকলকে জ্ঞান প্রদান করেন। তিনি কিন্তু, কারও মধ্যে পার্থক্য করেন না।”
প্রসঙ্গত, কর্নাটকের কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে এখন দেশজুড়ে ঝড় উঠছে। ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ছাত্রীদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন একাধিক রাজনৈতিক নেতা। সূত্র: টিওআই।