সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য সরকারের ব্যাট-বলের নৈপুণ্যে ১৫ রানের জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করে খুলনার করা ১৮৩ রানের লক্ষ্যে সিলেট তুলতে পারে ১৬৭ রান। ব্যাট হাতে সৌম্য ৮২ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট, হন ম্যাচের সেরা খেলোয়াড়।
সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কোরবোর্ডে ১ রান তুলতেই দুই টপ অর্ডারকে হারায় খুলনা। চাপে পড়া দলকে টানেন সৌম্য সরকার। অধিনায়ক মুশফিকের সঙ্গে খেলেন ৮২ রানের ঝলমলে ইনিংস। দলকে বড় স্কোর এনে দিয়ে বল হাতেও দেখান নৈপুণ্য। সিলেট সানরাইজার্সকে হারিয়ে তার দল তুলে নিয়েছে চতুর্থ জয়।
দুর্দান্ত জয়ে সিলেট পর্ব শুরু করার পাশাপাশি পয়েন্ট টেবিলেও একধাপ এগিয়েছে মুশফিকের দল। মিনিস্টার ঢাকাকে চার নম্বরে ঠেলে খুলনা এসেছে সেরা তিনে। ৭ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। সবার উপরে ১১ পয়েন্ট নিয়ে সাকিবের বরিশাল। দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৯। সেরা চারে মাশরাফি-তামিমদের দলের পয়েন্ট ৭।
টস হেরে ব্যাটে নেমে শুরুতেই দুই টপ অর্ডারকে হারিয়ে ফেলে খুলনা টাইগার্স। দলীয় এক রানের মাথায় আন্দ্রে ফ্লেচার পড়েন রান আউটের ফাঁদে। পরের বলে মেহেদি হাসানকে অলক কাপালির ক্যাচ বানান সোহাগ গাজী।
ধাক্কা সামলে দুর্দান্ত জুটি গড়েন সৌম্য-ইয়াসির। তাসকিনের বদলি হিসেবে আসা স্বাধীনের বলে ইয়াসির (২৩ রান) বোল্ড হয়ে ফিরলে ভাঙে ৪৫ রানের জুটি। পরের চিত্রনাট্য পুরোটা জুড়ে ছিল শুধু মুশফিক-সৌম্য।
পঞ্চম উইকেটে ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে বড় লক্ষ্য এনে দেন মুশফিক-সৌম্য। ব্যাট হাতে ৬২ বলে চারটি করে চার-ছক্কার মারে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন সৌম্য। আর ৬ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৬২ রান করেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
বড় লক্ষ্যের জবাবে পুরো আসরের মতই খাবি খায় সিলেট সাইরাইজার্স। আসরে সাত ম্যাচের পাঁচটিতেই হারের দেখা পেল দলটি।
অবশ্য খুলনার বিপক্ষে দুর্দান্ত শুরু এনে দিয়েছিল সিমন্স-এনামুল। স্লথ শুরু করে ১৭ বলে ১০ রানে সিমন্স ফেরেন দলীয় ৪১ রানের মাথায়। ৩৩ বলে তিনটি করে চার ছক্কায় এনামুলের ব্যাট থেকে আসে ৪৭ রান। এরপরই ইনিংসের দৃশ্যপটে আসে পরিবর্তন।
৭০ রানে এক উইকেট থাকা দল তিন রানের ব্যবধানে হারায় তাদের আরও তিন টপ অর্ডারকে। সৌম্য সরকারের বলে ৮ বলে ২ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন।
ব্যর্থ হন বল টেম্পারিং করে আলোচনায় আসা রবি বোপারা। ইংলিশম্যান ২ বলে কোনো রান যোগ করতে পারেননি। শেষ দিকে মোসাদ্দেক আলাউদ্দিন বাবু জুটি জয়ের ব্যবধান কমায় মাত্র।
ইনিংসের শেষ ওভারে যখন দরকার ৩৬ রান, তখন প্রথম তিন বল উড়িয়ে সীমানা ছাড়া করে ম্যাচ জমিয়ে রাখেন বাবু। রাব্বির করা ওভারের চতুর্থ বল থেকে এক রান আসাতে নিশ্চিত হয় সিলেটের পঞ্চম হার। আলাউদ্দিন বাবু ৭ বলে ৩ ছয় আর এক ছক্কায় করেন ২৫ রান। ২২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।