ফুলেল শ্রদ্ধায় সিক্ত পীর হাবিবুর রহমান

0
9

জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

 

সোমবার নিজ জেলা সুনামগঞ্জে দুই দফা জানাজার পর সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

মুক্তিযুদ্ধের চেতনায় সবসময় অবিচল থাকা প্রয়াত এই সাংবাদিকের মরদেহ সকালে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

এরপর তার মরদেহ নিয়ে আসা হয় প্রিয় স্থান জাতীয় প্রেসক্লাবে। সেখানে বাদ জোহর তার নামাজে জানাজায় অংশ নেন সহকর্মী সাংবাদিকসহ বিশিষ্ট মানুষেরা।

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে।

 

সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক আরও নানা জটিলতায় শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here