দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০১তম দিনে শেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জন।
আগের দিন স্বাস্থ্য অধিদপ্তর ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।
গতকাল শনিবার ৮ হাজার ৩৫৯ জনের কোভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকালের তুলনায় আজ কমেছে কোভিড শনাক্তের সংখ্যা। গতকাল শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।
এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।