পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী বলেছেন, যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।
ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা করার জন্য সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্ম থেকে গ্রাহক ও উদ্যোক্তারা যাতে প্রতারণার শিকার না হন, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের শেষ পর্যায়ে ডিজিটাল ব্যবসা পরিচালনাকারী ১১টি কোম্পানিকে ইউনিক বিজনেস রেজিস্ট্রেশনের সনদ তুলে দেয় তথ্য-প্রযুক্তি বিভাগ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিছু কোম্পানি প্রতারণা করলেও অনেক ভালো উদ্যোক্তা আছেন। আর যাতে গ্রাহকরা প্রতারিত না হয় সেজন্য নিবন্ধনভুক্ত ডিজিটাল প্লাটফর্ম তৈরির পাশাপাশি প্রতারণার শিকার গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে ‘।
সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্যোক্তারা।