বাশার আল-আসাদ সরকারের সাথে বিশ্বের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রতিরোধে সিরিয়ার বিরোধী দলগুলো কাতারে একটি সম্মেলনে মিলিত হয়েছে। রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এ সভাটি অনুষ্ঠিত হচ্ছে সিরিয়ার বিভিন্ন দলগুলোর মধ্যে একতা প্রতিষ্ঠার জন্য। যাতে করে তারা একটি নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।
রোববার সিরিয়ার বিরোধী দলগুলোর দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ‘কোথায় সিরিয়া?’ শীর্ষক এ সম্মেলনে বেশ কয়েকটি থিঙ্ক-ট্যাঙ্ক অংশ নিচ্ছে। সিরিয়ার বিভিন্ন সিভিল সোসাইটির সাথে সম্পর্কিত সংগঠন ও দেশটির স্বাধীন বিরোধী দলগুলোর নেতারা এ সম্মেলনে অংশ নিবেন। এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে রিয়াদ হিজাবের নেতৃত্বে। ২০১২ সালে সিরিয়াতে বিপ্লব হওয়ার আগে রিয়াদ হিজাব ছিলেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী।
এ সম্মেলনটি আট সেশনে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মাধ্যমে সিরিয়ার সকল আসাদবিরোধী দলগুলোর লক্ষ্য ও দর্শন জানার চেষ্টা করা হবে। বিশেষ করে বর্তমান সময়ে সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সঙ্কট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করা হবে।
সিরিয়ার বিরোধী দলগুলোর এ সম্মেলন অয়োজনকারীরা বলেছেন, তারা এমন সময়ে এ সম্মেলনটি আয়োজন করেছেন যখন সিরিয়ার বর্তমান সরকার ও তার মিত্ররা বাশার আল-আসাদকে পুনর্বাসন করারা চেষ্টা করছেন। এখন সিরিয়ার বিরোধী দলগুলো দেশটির বর্তমান সমস্যাগুলোর সমাধানের বিষয়ে একসাথে কথা বলবে। এছাড়া কিভাবে সিরিয়ার সমস্যাগুলোর বিষয়ে জাতিসঙ্ঘের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা যায় তার বিষয়েও কথা বলবে সিরিয়ার বিরোধী দলগুলো।
এ সম্মেলন অয়োজনকারী কমিটি আরো বলেছে, সিরিয়ার বিরোধী দলগুলো এ সম্মেলনের লক্ষ্য কিভাবে দেশটির রাজনৈতিক সমস্যার সমাধান করা যায়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশগুলো যাতে আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে তা নিশ্চিত করা।
গত কয়েক বছরে আসাদ সরকার তার বন্ধুরাষ্ট্র রাশিয়া ও ইরানের মাধ্যমে সিরিয়ার বেশিরভাগ অংশ দখল করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই আসাদ সরকারকে বৈধ কর্তৃপক্ষ বলে মনে করছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান ও মিসরের মতো দেশগুলো বাশার আল-আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা করছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর