র‌্যাবের উপর দেয়া নিষেধাজ্ঞা সমর্থন করি: মার্কিন কংগ্রেসম্যান মিকস

0
0

প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘চেয়ার অফ দ্য হাউস কমিটি’ গ্রেগরি ডাব্লিউ মিকস বলেছেন, তিনি বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে সমর্থন করেন।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলেন মিকস। এর আগে গত ১ ডিসেম্বর মিকসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়ে যে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র৷ তার পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিস্কার করতে শুক্রবার এই বিবৃতি দেস মিকস।

বিবৃতিতে মিকস বলেন, ‘আমি বিশ্বাস করি নিষেধাজ্ঞাগুলো সবচেয়ে কার্যকর হতে পারে যখন তার পেছনে কোন লক্ষ্য থাকে। তবে বাংলাদেশের উপর পাইকারি নিষেধাজ্ঞা আরোপের এখনই কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যাইহোক, আমি মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে বাইডেন প্রশাসন কর্তৃক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বেশ কিছু বর্তমান ও সাবেক সদস্যের উপর দেয়া নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

 

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সমর্থন দিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তা নিশ্চিত করা সহ দেশের মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য কাজ করতে উন্মুখ।’

 

গ্রেগরি মিকস পেশায় একজন প্রখ্যাত আইনজীবী৷ ১৯৯৮ সাল থেকে তিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন প্রতিনিধি৷ ২০২১ সাল থেকে মিকস পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘চেয়ার অফ দ্য হাউস কমিটি’-র দায়িত্বে রয়েছেন৷

উল্লেখ্য, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ ডিসেম্বর র‍্যাব এর সাবেক-বর্তমান প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র৷ এ ছাড়াও র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়ে গত ২০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টেফানিৎস৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here