রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি

0
19

রাজধানীর কচুক্ষেত এলাকার দুইটি স্বর্ণের দোকানের লকার ভেঙে চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে রজনীগন্ধা টাওয়ারের দোকান দুটিতে এই ঘটনা ঘটে।

 

শনিবার দুপুরে ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, আমার দুটি দোকানের তালা কেটে দুষ্কৃতিকারীরা ঢুকে চুরি করেছে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও ডায়মন্ডের কিছু জিনিসপত্র চুরি করা হয়েছে।

এছাড়াও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে। দুই দোকান মিলিয়ে আমার প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপ-পরিদর্শক মামুন গাজী বলেন, একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভাষানটেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন জানান, রাতে দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এই ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here