দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০০তম দিনে শেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জন।
আগের দিন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ জন মানুষের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৩৫৯জন। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।
গতকাল ৯ হাজার ৫২ জনের কোভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকালের তুলনায় আজ কম মানুষের কোভিড শনাক্ত হলেও শনাক্তের হার বেড়েছে। গতকাল শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।