ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছাড় আবার চালু করেছে বাইডেন প্রশাসন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইরানের সাথে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জয়েন্ট কমপ্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) সংশ্লিষ্ট নিষেধাজ্ঞায় ছাড়ের আদেশে স্বাক্ষর করেন।
এর আগে ২০২০ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞায় এই ছাড় বাতিল করে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান আলোচনায় নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, তবে চুক্তির শর্ততে ইরানের সম্মতি নিশ্চিত করতে নিষেধাজ্ঞায় এই ছাড় প্রয়োজন।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালে ইরানের সাথে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পরমাণু বিষয়ক এক চুক্তি স্বাক্ষর হয়। জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত এই চুক্তিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।
কিন্তু ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে এককভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চালু করেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশটির পরমাণু কর্মসূচি আবার জোরদার করে।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুরু থেকেই ইরানের সাথে চুক্তি পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করে আসছিলেন।
গত বছরের জানুয়ারিতে বাইডেনের ক্ষমতা গ্রহণের পর এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জেসিপিওএ চুক্তি পুনরুজ্জীবনে ইরানের সাথে আলোচনা শুরু হয়। মাঝে ইরানে নির্বাচনের কারণে বিরতির পর নভেম্বর থেকে আবার নতুন করে আলোচনা শুরু হয়।
পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছাড়ে জেসিপিওএ চুক্তি অনুসারে ইরানের পরমাণু প্রকল্পের বেসামরিক কার্যক্রমের সাথে রাশিয়া, চীন ও ইউরোপীয় কোম্পানিগুলো কাজের সুযোগ পাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নিষেধাজ্ঞায় ছাড় ওই পদক্ষেপের স্বার্থেই করা হয়েছে যা জেসিপিওএর পূর্ণ বাস্তবায়নে উভয়পক্ষের প্রত্যাবর্তনে সহায়ক হবে এবং ইরানের জেসিপিওএর চুক্তি বাস্তবায়নে প্রত্যাবর্তনে ভিত্তি হিসেবে কাজ করবে।’
এতে আরো বলা হয়, ‘একইসাথে এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও পরমাণু নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বার্থের সহায়ক হবে এবং ইরানের পরমাণু কার্যক্রমকে নিয়ন্ত্রিত করবে।’
১৯৭০ এর দশকে রাজতান্ত্রিক শাসনে ইরানে যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রথম পরমাণু প্রকল্পের কাজ শুরু হয়। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এই প্রকল্প থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালেও ইরান প্রকল্পের কাজ অব্যাহত রাখে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি ইরানের পরমাণু প্রকল্পের মাধ্যমে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার জন্য দেশটিকে অভিযুক্ত করে আসছিলো। ইরানকে ‘পরমাণু অস্ত্র অর্জনে বাধা দিতে’ দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছিলো।
ইরান সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ।
ইরানের সাথে পরমাণু সমঝোতায় বিভিন্ন সময়ই বিশ্বশক্তির আলোচনা হয়।
২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি পরমাণু চুক্তি স্বাক্ষর করে। জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সীমিত পরমাণু কর্মসূচি জোরদার করে।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, ইরানকে আগে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগে দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছে।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় নতুন করে শুরু হওয়া পরমাণু আলোচনায় তেহরান ওয়াশিংটনের কোনো প্রতিনিধির সাথে বৈঠকে অস্বীকার করেছে।
সূত্র : আলজাজিরা, টিআরটি ওয়ার্ল্ড ও প্রেস টিভি