ইউক্রেনে তাতার মুসলিমদের সাথে বৈঠক করলেন এরদোগান

0
0

ইউক্রেন সফরে যেয়েই ক্রিমিয়ান তাতার মুসলিমদের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

ইউক্রেন সফরে যেয়ে দেশটির ক্রিমিয়ান তাতার মুসলিম নেতাদের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার প্রতিনিধি দল। ইউক্রেনের রাজধানী কিয়েভে ওই বৈঠক হয়। এরদোগানের সাথে হওয়া ওই আলোচনা বৈঠকে ইউক্রেনের ক্রিমিয়ান তাতার মুসলিম নেতাদের নেতৃত্ব দেন মোস্তফা আব্দুল জামিল কিরিমওলু। তাতার মুসলিম নেতা মোস্তফা আব্দুল জামিল কিরিমওলু হলেন ইউক্রেনের পার্লামেন্টের একজন জনপ্রতিনিধি।

কিয়েভের বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে তাতার মুসলিম নেতাদের আলোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ আলোচনা বৈঠকের বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, আমরা (ইউক্রেন) পরিস্থিতি নিয়ে আমাদের জ্ঞাতিগোষ্ঠীর লোকদের সাথে কথা বলেছি। বিশেষ করে ক্রিমিয়ান তাতার মুসলিমদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্রিমিয়ান তাতাররা আমাদের দু’দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের যোগসূত্র।

ক্রিমিয়ান তাতার মুসলিম নেতাদের সাথে হওয়া ওই বৈঠকে আরো অংশ নিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু, পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাদ কুরুম, যোগাযোগ পরিচালক ফখরুদ্দিন আলতুন ও রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন।

২০১৪ সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর ওই অঞ্চলের তাতার মুসলিমরা বিভিন্ন নির্যাতনের শিকার হন।

রাশিয়া কর্তৃক ক্রিমিয়া উপদ্বীপ দখলের এ বিষয়টিকে অবৈধ মনে করে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ।

 

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here