রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর বাসার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা দেন।
খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন। বাসায় রেখে চিকিৎসার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। এজন্য তার বাসাতেই চিকিৎসার প্রাথমিক সব আয়োজন রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। তিনি বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।