ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

0
15

আবু রাসেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পাটগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার পশ্চিম চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদকর্মী ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীগন অংশ নেন।

উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নে সংবাদ সংগ্রহ কর‌তে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ই‌নডি‌পে‌ন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক তানভীর হাসান তানু, নিউজ বাংলার প্রতি‌নি‌ধি সো‌হেল , রাই‌জিং‌ বি‌ডির প্রতি‌নি‌ধি হি‌মেল ও ঢাকা মেইলের প্রতি‌নি‌ধি মিলু সন্ত্রাসী হামলার শিকার হন।

পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি আয়োজিত কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাফিউল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সবুজ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি ফরিদুল ইসলাম রানা প্রমুখ, এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ মোস্তফা , শফিকুল ইসলাম, তৌফিক আহমেদ, হাসিবুল ইসলাম, মিনহাজ পারভেজ, মিঠু মুরাদ, তৌহিদ আলম, আবু রাসেল,প্রমুখ

এসময় বক্তাগন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here