জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক: বিবাদে জড়ালো রাশিয়া-যুক্তরাষ্ট্র

0
9

ইউক্রেন নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইউক্রেন সীমান্তে রাশিয়া অন্তত সোয়া লাখ সেনা মোতায়েন করেছে। এ অবস্থায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের বিষয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

 

এই বৈঠক চলাকালে উত্যপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা।

সোমবার ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় মস্কোর সেনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

 

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড দাবি বলেন, রাশিয়া যেভাবে সেনা সমাবেশ ঘটচ্ছে এমন সামরিক প্রস্তুতি গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম দেখলো ইউরোপ।

 

এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে। মূলত তারা সবার মধ্যে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে।

এদিকে ইউক্রেনে যেকোনো ধরনের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে প্রথম থেকেই হুশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

 

সূত্র: বিবিসি

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here