সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১৯ জনের। এ ছাড়া চট্টগ্রামে ৭ জন, সিলেটে ২ জন, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ১৬ জন।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন।
দেশে বর্তমানে করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এই ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুন বেড়েছে। গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত ডিসেম্বরের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে মাসখানেকের মধ্যেই তা ১৩ হাজারের ঘরে এসেছে। অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়েই করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।