গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মারা যাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে একটি প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন অধিদফতরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ।
এ সময় তিনি জানান, ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে তারস্থলে পদায়ণ করা হয়েছে।
জানুয়ারির প্রথম সপ্তাহে ৩টি ও পরপর আরো ৮টি জেব্রার মৃত্যু হয় এই পার্কে। অজ্ঞাত রোগে মারা যায় একটি বাঘও। চাঞ্চল্যকর এমন রহস্যজনক ঘটনায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এখনো মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি।