মাউশি’র নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

0
0

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

 

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশটি কার্যকর হবে।

 

নিয়োগের শর্তে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব। এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

 

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। গত ১১ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here