দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ২৭ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভূ-গর্ভে উত্তোলন কাজে সম্পৃক্ত সকল শ্রমিক খনি থেকে বের হয়ে এসেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বড় পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত চীনা ও স্থানীয় কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ১৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫১ চীনা নাগরিক, ৪৯ জন স্থানীয় শ্রমিক ও ৩১ জন কর্মকর্তা রয়েছেন। ২৭ জানুয়ারি পর্যন্ত উত্তোলিত সকল কয়লা বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। বর্তমানে প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন কয়লা মজুদ থাকায় বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত না হলে বিদ্যুৎ উৎপাদনে কোনো ক্রটি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।