চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১১ শ্রমিকের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন (৩৫), নাছির হোসেন (৩২), আল-আমিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা স্থানীয় ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, সদর উপজেলার মমিনপুর এলাকায় সোমবার ভোরে ডাকাতিয়া নদীতে
বালুভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন-১ এর সাথে মাটিবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবে পাঁচ শ্রমিক নিখোঁজ হন। পরে একে একে তাদের সবার লাশ উদ্ধার করা হয়।
দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বাল্কহেড আমাদেরকে সজোরে ধাক্কা দিলে আমাদের ১১ জন যাত্রীর মধ্যে পাঁচজন নিহত হন। দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
চাঁদপুরস্থ বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো: কায়সারুল ইসলাম জানান,
ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর দুজনের লাশ ভেসে উঠে। পরে একে একে অন্যদের লাশ উদ্ধার করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
চাঁদপুর নৌ থানার ওসি মো: মুজাহিদুল ইসলাম জানান, চাঁদপুর সদরের রামপুর ইটভাটা এলাকা হতে ১১ জন মাটিকাটার শ্রমিক চাঁদপুরগামী ট্রলারে উঠে বাগাদীর সাহেববাজার মমিনপুর এলাকার মাঝামাঝী অতিক্রমকালে হাজীগঞ্জগামী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন মোট ১১ জন। পরে ছয়জন সাঁতরে নদীর তীরে উঠলেও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের কাছে সবার লাশ হস্তান্তরের ব্যবস্থা করছি।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের মিডিয়া কর্মকর্তা মেহেদী জানান, এ ঘটনা ঘটিয়েছে ইকবাল হোসেন-১ নামের বাল্কহেডটি। যা চালাচ্ছিলেন এর মালিক ইকবাল হোসেন নিজেই। তিনি ফরিদগঞ্জের চর হোগলা গ্রামের বাসিন্দা। বাল্কহেডটিসহ ইকবালকে আটক করা হয়েছে।