কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। সোমবার সকালে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দুপুরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে এসেছেন ওসি প্রদীপের নির্যাতনের শিকার হওয়া অনেক নিরাপরাধ মানুষ। তারা মানববন্ধনে অংশ নেন। এবং ’খুনি প্রদীপের ফাঁসি চাই’ ব্যানার হাতে নিয়ে শ্লোগান দিতে থাকেন।
এসময় কাঁদতে কাঁদতে ’খুনি প্রদীপের ফাঁসি চাই’ শ্লোগান দিতে থাকেন ওসি প্রদীপের হাতে নির্যাতিত ও ছেলেহারা মা হালিমা। বিধবা হালিমা বেগম বলেন, তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করেছে ওসি প্রদীপ। আসামি প্রদীপ ও লিয়াকতের সর্বোচ্চ শাস্তি চান তিনি।
মুরাদ চৌধুরী নামে আরেকজন বলেন, ‘এখানে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার। আমরা এই খুনির সর্বোচ্চ শাস্তি চাই।‘
এদিকে রায়কে ঘিরে কক্সবাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলাবাহিনী সদস্য ও গোয়েন্দা
নজরদারি। সকালে প্রিজন ভ্যানে আসামিদের আদালত প্রাঙ্গণে আনার পথে পুলিশের পাশাপাশি র্যাবের বাড়তি সদস্য উপস্থিতসহ কক্সবাজারকে সাজানো হয়েছে নিরাপত্তা বলয়ে।
কক্সবাজার জেলা আদালতের ইন্সপেক্টর চন্দন কুমার দাশ সাংবাদিকদের জানান, আসামিদের দুপুর ২টার দিকে আদালতে হাজির করা হবে। এর পর রায় ঘোষণা করা হবে। সিনহা হত্যার রায়কে ঘিরে আদালতে চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার দেড় বছর পর আজ সোমবার এই হত্যা মামলার রায় ঘোষণার জন্য আদালত দিন নির্ধারণ করেছেন। সকাল থেকেই আদালত প্রাঙ্গনে ভিড় বাড়তে থাকে। এই মামলার রায় দুপুর ২টায় ঘোষণার কথা জানাজানি হলে বেশ কিছুক্ষণ সময় হাতে থাকায় আদালত প্রাঙ্গনে ভিড় কমে গেছে। ওসি প্রদীপ কুমার দাশসহ হত্যার ঘটনায় অভিযুক্তদের কী শাস্তি হবে, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল-আলোচনা রয়েছে। তবে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষীতের ফাঁসির দাবি জানিয়েছে মেজর সিনহার পরিবার।