সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগের সফরের মধ্যেই দেশটিতে আবার মিসাইল হামলার ঘটনা ঘটেছে। তবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাটি অবশ্য ঠেকিয়ে দেয়া হয়েছে।
সোমবার সকালে ইয়েমেন থেকে এই মিসাইল হামলা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে জানানো হয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইলটি ধ্বংসের পর তা দেশটির জনবসতিহীন এক অঞ্চলে পড়েছে। তবে রাজধানী আবুধাবি না বাণিজ্যিক কেন্দ্র দুবাইকে লক্ষ্য করে হামলাটি করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি।
এদিকে আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এবং হামলা সত্ত্বেও নির্ধারিত ফ্লাইটগুলো যথানিয়মেই চলবে।
এদিকে রোববার রাতে ইয়েমেনের হাইছি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র টুইটারে এক বিবৃতিতে জানান, কয়েক ঘণ্টার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে নতুন এক সামরিক অভিযান শুরু করা হবে।
তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে রোববার সকালে দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আসেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগ। আবুধাবিতে তিনি দেশটির কার্যকর শাসক ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে বৈঠক করেন।
হামলা সত্ত্বেও প্রেসিডেন্ট হ্যারজগ তার সফর অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এক ইসরাইলি কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, হ্যারজগ আমিরাতে তার পরবর্তী কর্মসূচি সম্পন্নের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে হ্যারজগের সফরের সময় আমিরাতে এই হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক টুইট বার্তায় বলেন, ‘অঞ্চলজুড়ে সেতুবন্ধন ও স্থিতিশীলতা প্রসারে ইসরাইলের প্রেসিডেন্টের আমিরাতে সফরের সময়, হাউছিরা বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করতে হামলা অব্যাহত রেখেছে।’
সফরের শেষ দিন সোমবার হ্যারজগ আমিরাতের বাণিজ্যকেন্দ্র দুবাই যাবেন। সেখানে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সাথে তার বৈঠকের কথা রয়েছে।
চলতি বছরের ১৭ জানুয়ারি প্রথম হাইছি বিদ্রোহীরা আবুধাবির ওপর হামলা চালায়। সশস্ত্র ড্রোনের সাহায্যে চালানো ওই হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছিলো।
এর এক সপ্তাহ পরেই ২৪ জানুয়ারি আবুধাবি লক্ষ্য করে দ্বিতীয়বার হামলা চালায় হাউছিরা। তবে ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে চালানো এই হামলায় কেউ হতাহত হয়নি।