বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একপক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নুজহাত ইয়াসমিন। তিনি আজ রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পীরজাদা হারুনের সাথে আমার আঁতাত করার প্রয়োজন নেই। আমার সাথেও তার আঁতাত করার প্রয়োজন নেই।
যারা এসব কথা বলছেন সেগুলো প্রমাণ করার দায়িত্বও তাদের। মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস বিষয়ক নির্দেশনা মেনে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল। ’
নুজহাত আরও বলেন, ‘এফডিসির পাস হাজারও মানুষের কাছে আছে। কিন্তু মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গণজমায়েত নিয়ন্ত্রণের নির্দেশনা ছিল।
তাই সেই মতো নির্দেশনা দিয়েছি যে, প্রায় ৪০০ জন ভোটার, যারা ভোট গ্রহণ করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী- যারা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন তারা এফডিসিতে থাকবেন। এর বাইরে নিবন্ধিত মিডিয়াকর্মীরা তো আছেনই। এর বাইরে নির্বাচনে অংশ নেওয়া দুই পরিষদ চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিশেষ কারও জন্য পাসের ব্যবস্থা করতে পারতেন। ’
উল্লেখ্য, এফডিসির এমডি নুজহাত ইয়াসমীনের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।