বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বড় জয় পেয়েছেন সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিপুণ আক্তার।
শুক্রবারের এ নির্বাচনে প্রাথমিক ফলাফলে জানা যায়, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ২২০ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৫ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে নিপুণ পেয়েছেন ২৭০ ভোট আর প্রতিদ্বন্দ্বী জায়েদ খান পেয়েছেন ৯৫ ভোট।
এ নির্বাচনে ভোট পড়েছে ৩৬৫টি।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অভিনেতা পীরজাদা শহীদুল হারুণ।