ফরিদপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি বাসস্ট্যান্ডে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন ভাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৫)। তিনি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মৃত ইউনুস মিয়ার ছেলে এবং অপর নিহত ব্যক্তি মো: ওয়াহিদুজ্জামান (৪০) ভাঙ্গা উপজেলার নোয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ওমর ফারুক জানান, ফরিদপুরগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ওই সাইকেলের চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী ওয়াহিদুজ্জামানকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।