আমি একাই এক বিরল
আমি হতে চাই না কারো প্রতিচ্ছবি
আমি নিজের কন্ঠতে নিজে
হতে চাই ভোরের রবি
আমি রাত হতে চাই না
হতে চাইনা কালো আধাঁর
সূর্যের মতো আলোকিত হয়ে হয়ে দূর করবো আধাঁর
সপ্নকে আমি বাস্তবে সাজাবো দিবো নতুন রুপ
অন্যায় বিরুদ্ধে লড়বে কলম
থাকবে নাকো চুপ
নিজেকে নিজে আরাল করে রাখবোনা বন্ধ ঘরে
সত্যের মশাল হাতে নিয়ে চিরকাল যাবো লড়ে