নীলফামারীর দারোয়ানী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।
আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নীলফামারী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দারোয়ানি রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যান। এছাড়া আহত দু’জনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, দু’জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।