খুলনার ফুলতলায় এক নারীর মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তরডিহি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ওই গ্রামের ধানক্ষেতে মাথাবিহীন অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, লাশ অল্পবয়সী এক নারীর বলে ধারণা করা হচ্ছে। তার মাথা এখনো পাওয়া যায়নি। তাই পরিচয়ও শনাক্ত করা যায়নি।