মিনিস্টার ঢাকার ইনিংস শেষ হওয়া মাত্রই মাঠে প্রবেশ করলেন মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে মাঠে নামেন অনেকেই। তবে তারা সবাই একাদশের বাইরের খেলোয়াড়। উইকেটে গিয়ে নিজের বোলিং রান আপটা ঝালিয়ে দেখলেন। বল না করলেও বেশ কয়েকবারই করলেন শেডো। ৪০২ দিন পর ফিরে ভালো কিছু করতে যে কতোটা মরিয়া তা বোঝা যাচ্ছিল তখনই।
ম্যাচে এদিন ঢাকার হয়ে সেরা বোলার ছিলেন মাশরাফিই। ৪ ওভার বল করে ২১ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। ফিরিয়েছেন সিলেটের দুই ওপেনারকে। প্রতিপক্ষ ব্যাটারদের অনেকবারই পরাস্ত করে ৯টি ডট বলও করেছেন।
প্রথম স্পেলে তিন ওভার বল করেন মাশরাফি। নিজের দ্বিতীয় ওভারে ফিরে উইকেট পান। লেন্ডল সিমন্সকে মিডঅনে রুবেল হোসেনের তালুবন্দি করেন। এরপর ইনিংসের ১৭তম ওভারে দ্বিতীয় স্পেলে ফিরে হাফসেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া এনামুল হক বিজয়কে মিডঅনে তামিমের ক্যাচে পরিণত করেন এ পেসার।
অথচ ২০২১ সালে কোনো ম্যাচেই খেলেননি মাশরাফি। চলতি আসরে খেলার জন্য অবশ্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। ওজনও কমিয়েছেন। তবে আসর শুরুর আগে ইনজুরিতে পড়েন। ফিটনেস ট্রেনিংয়ের সময় পিঠে টান লাগে তার। পরে ব্যথানাশক ইনজেকশনে সাময়িক পরিত্রাণ মিললেও গ্লুটসের চোটে পড়েন ফের। যে কারণে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি তিনি।
মাশরাফি দারুণ বোলিং করলেও হার ঠেকাতে পারেনি ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তার দল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় তারা। জবাবে তিন ওভার হাতে থাকতেই লক্ষ্য পৌঁছায় সিলেট।