লক্ষ্য ১৩০। ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যে নেই চার উইকেট। আরেকটি হারের চোখ রাঙানি দিচ্ছিল ঢাকাকে। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরে যোগ দিলেন আন্দ্রে রাসেল। দুজনের দারুণ ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারল মিনিস্টার গ্রুপ ঢাকা।
সোমবার (২৪ জানুয়ারি) বিপিএলের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব-গেইলদের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল দলটি। অন্যদিকে এই ঢাকাকে হারিয়ে মিশন শুরু করেছিল বরিশাল। দ্বিতীয় ম্যাচে সেই ঢাকার কাছেই হারের স্বাদ পেল সাকিবরা।
আগে ব্যাট করতে নেমে বরিশাল করে ৮ উইকেটে ১২৯ রান। জবাবে ঢাকা জয়ের বন্দরে পৌঁছায় ১৫ বল হাতে রেখে। উইকেট পতন ৬টি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হন ঢাকার ওপেনার তামিম ইকবাল। রানের খাতা খুলতে পারেননি আগের দুই ম্যাচে ফিফটি করা এই ড্যাশিং ওপেনার। শফিকুলের বলে হন বোল্ড। এরপর ১০ রানের মধ্যে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম (৪), জহুরুল ইসলাম (০)। দুজনকেই ফেরান জোশেফ। ওপেনার শেহজাদকে (৫) বোল্ড করেন শফিকুল।
চরম বিপদে পড়া দলকে তখন হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম। এই জুটি দলকে নিয়ে যান ৭৯ রান পর্যন্ত। শুভগতকে তাইজুলের ক্যাচ বানান রাসেল। ভাঙে জুটি। ২৫ বলে দুই চারে শুভাগত খেলেন ইনিংস মেরামতি ২৯ রান। এরপর ঢাকাকে অভয় দিয়ে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান মাহমুদউল্লাহ ও রাসেল জুটি।
জয়ের খুব কাছাকাছি গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। ৪৭ বলে তিন চার ও এক ছক্কায় ৪৭ রান করেন ঢাকার অধিনায়ক। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন রাসেল ও ইসরু উদানা। ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন রাসেল। বল হাতে বরিশালের হয়ে শফিকুল ও জোসেফ দুটি উইকেট নেন। সাকিব ও ব্রাভো নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ ইঙ্গিত দিয়েছিলেন বরিশালের দুই ওপেনার সৈকত আলী ও নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ২১ রানে এই জুটি ভাঙে শুভাগত হোম। ৯ বলে ৫ রান করা শান্তকে ফেরান তিনি। পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার সৈকত আলী। ১৮ বলে ১৫ রান করে তিনি হাসান মুরাদের বলে ক্যাচ দেন তামিম ইকবালের হাতে।
এরপর রানের খাতা খুলার আগেই বিদায় নেন তৌহিদ রাসেল। রাসেলের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। ২৩ রানে ৩ উইকেট হারানো বরিশালকে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও ক্রিস গেইল। এই জুটি ভাঙে দলীয় ৬০ রানে। ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৩ রান করে রুবেলের বলে শেহজাদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব।
পরের ওভারে দ্রুতই সাজঘরে ফেরেন করোনা থেকে ফেরা নুরুল হাসান সোহান। ৫ বলে এক রান করে তিনি মাহমুদউল্লাহর শিকার। এরপর বরিশালের রানের চাকা বলতে গেলে ঘুরান ক্রিস গেইল ও ডুয়াইন ব্রাভো। শুরুর দিকে মন্থর গতিতে এগুলেও শেষের দিকে গেইলের ব্যাটে দেখা গেছে মনোমুগ্ধকর চার ও ছক্কা। দলীয় ৯৪ রানের মাথায় বিদায় নেন গেইল। উদানার বলে মাহমুদউল্লাহর কাছে ধরা পড়েন তিনি। যাওয়ার আগে করে যান ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান।
এরপর জিয়াউর (১) ও জোশেপ (৪) দ্রুত ফিরলেও ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ফেরেন ব্রাভো। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। ২ বলে ১ চারে ৫ রানে অপরাজিত থাকেন স্পিনার তাইজুল ইসলাম।
বল হাতে ঢাকার হয়ে আন্দ্রে রাসেল ও উদানা নেন দুটি উইকেট। রুবেল, শুভাগত, মুরাদ ও মাহমুদউল্লাহ নেন একটি করে উইকেট।