সারাবিশ্বে করোনা ভাইরাসের বিস্তার বেড়েই চলছে। এর প্রভাব পড়েছে ভারতেও। দেশটিতে একদিনে করোনা আক্রান্ত ৩ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১০ হাজার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের তুলনায় যা প্রায় ১০ হাজার কম। কিন্তু নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। এই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪৮৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ১৩ হাজার ৩৬৫।
গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে।
তার মধ্যে পজিটিভিটি রেট ১৭.২২ শতাংশ। গত কয়েকদিন ধরেই যা ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে, সংক্রমণের তালিকার শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্ণাটক, কেরেলা, তামিলনাড়ু ও গুজরাট। দেশের দৈনিক সংক্রমণের ৫৬ শতাংশই এই পাঁচ রাজ্যের।