আমলা দিয়ে সুশাসন হয় না : ডা. জাফরুল্লাহ

0
6
The Union Minister for Health and Family Welfare, Dr. Harsh Vardhan presenting the book authored by him “A Tale of Two Drops” to the Trustee, Gono Shastra Kendra, Dr. Zafrullah Chowdhury, at Dhaka on September 11, 2014

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমলাদের দিয়ে সুশাসন কায়েম করা যায় না। এই আমলাদের যারাই আপনার সঙ্গে আজকে মিনমিন করছে, তারাই একটা সময় আপনাকে বেঁধে নিয়ে আসবে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণঅধিকার পরিষদের ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের নেতারা অংশ নেন।

জাফরুল্লাহ বলেন, তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার কোনো পরিবর্তন আনতে পারবে না। কমপক্ষে দুই বছরের একটা জাতীয় সরকার প্রয়োজন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে এটা হতে হবে।

তিনি বলেন, আমি সব সময় প্রধানমন্ত্রীকে বলেছি- আপনি আজকে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে অবিচার করেছেন, সেই অবিচার যদি আপনার সঙ্গে হয়, তাহলে কেউ যদি রাস্তায় না-ও নামে- আমি অবশ্যই নামবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, আপনি (তারেক রহমান) যদি ভালো রাজনৈতিক ভবিষ্যৎ চান- তাহলে দেশের রাজনীতিতে আপাতত নাক গলানো বন্ধ করেন। আর আপনার মেয়েকে ভালো পড়াশোনা করিয়ে দেশে রাজনীতি করতে পাঠান, সে ভালো জনসমর্থন পাবে। আর অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেন- তাদের অফিসে গিয়ে, আপনার অফিসে ডেকে না। সবার মতামত নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করবেন, তাহলেই আপনি জনগণের সমর্থন পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here