সরকার অনুগত লোক‌দের দ্বারা নির্বাচন ক‌মিশন গঠ‌নে আইন কর‌ছে : নজরুল

0
14

দলীয় অনুগত লোক‌দের দ্বারা নির্বাচন ক‌মিশন গঠ‌নে সরকার আইন কর‌ছে ব‌লে অভিযোগ ক‌রে‌ ‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান ব‌লেছেন, অনুগত ও অপদার্থ নির্বাচন ক‌মিশন গঠ‌নের চলমান প্রক্রিয়া‌কে দলীয় স্বা‌র্থে আই‌নি রূপ দেয়ার সরকা‌রি অপপ্রয়াস হ‌বে। ‘যেই লাউ, সেই কদু’। এবার সম্ভবত হ‌তে যা‌চ্ছে পচা কদু।

 

মঙ্গলবার দুপু‌রে খা‌লেদা জিয়ার গুলশান কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

 

 

 

‌নজরুল ইসলাম খান ব‌লেন, এ সরকারের কাছ থে‌কে জনগণ এর‌ চে‌য়ে বে‌শি কিছু প্রত্যাশা ক‌রে না ব‌লে ম‌নে ক‌রে বিএন‌পি। বিএন‌পির ম‌নে ক‌রে যে এক‌টি নিরপেক্ষ, স্বাধীন ও যোগ্য নির্বাচন ক‌মিশন গঠ‌নের নৈ‌তিক যোগ্যতা ও সামর্থ্য আছে শুধু এক‌টি নির্বা‌চিত সরকা‌রের।

 

‌বিএন‌পি‌তে তৈমূর আলম খন্দকার‌কে ফি‌রি‌য়ে নেয়া হ‌বে কিনা প্রশ্নে নজরুল ইসলাম খান ব‌লেন, ‘এ ব্যাপা‌রে বিএন‌পি‌তে এখ‌নো কো‌নো চিন্তাভাবনা নাই।’

 

নারায়ণগঞ্জ সি‌টি নির্বাচন‌কে কিভা‌বে মূল্যায়ন কর‌ছে বিএন‌পি প্রশ্নে তি‌নি ব‌লেন, নির্বাচন এক‌টি দরকা‌রি জি‌নিস।‌ কিন্তু নির্বাচ‌নের না‌মে য‌দি নির্বাচনী প্রহসন চ‌লে তাহ‌লে সমা‌লোচনা থাক‌বেই।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here