হাইতির প্রেসিডেন্ট হত্যা: সাবেক সিনেটর আটক জ্যামাইকায়

0
12

হাইতির সাবেক একজন সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন ওই ব্যক্তি।

জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফকে আটক করা হয়েছে।

গত বছরের ৭ জুলাই হাইতির রাজধানীতে মোইসেকে তার বাসভবনে বন্দুকধারী গুলি করে হত্যা করে।

অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস। জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআই।

মায়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলছে, হাইতি পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে ১২৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। তাতে উল্লেখ রয়েছে যে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।

প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জানা গেছে, হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্টদেরও হত্যার হুুমকি দেওয়া হয়েছে। নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

সূত্র: বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here