শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার : শিক্ষামন্ত্রী

0
15

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সাভারে পোস্টাল ট্রেনিং সেন্টার (পিটিসি)-তে গণমাধ্যমের সাথে আলাপকালে দীপুমনি এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’

 

 

দীপু মনি বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শ কমিটির সাথেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনো ভাবছি না। যত দূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত।’

 

তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here