ময়মনসিংহ বিভাগের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। এই আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ পরিবহন মোটর মালিক সমিতি।
এর আগে সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতির কারণে ও সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবিতে ময়মনসিংহ বিভাগে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে পরিবহন মোটর মালিক সমিতি।
এরপর আজ ভোর থেকে রাস্তায় ছিল না ঢাকাগামী ময়মনসিংহ বিভাগের গণপরিবহন।
ধীরগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন চলাচলে একরকম অচলাবস্থা তৈরি হয়েছে। ময়মনসিংহ থেকে গাজীপুরে মাত্র ১ ঘণ্টায় পৌঁছানো গেলেও এরপর ঢাকার মহাখালী পর্যন্ত যেতে সময় লেগে যাচ্ছে ৪-৫ ঘণ্টা।
এ অবস্থা নিরসনের দাবিতে গত ২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল আল্টিমেটাম। তবে বেধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় ওই ধর্মঘট ডাকা হয়।