২০১৩ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের সময় রাজধানীর ভাষানটেক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায়, দলের ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১০ জানুয়ারি) ঢাকার ৯ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামির পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি’র ১৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন।