১৪৪ ধারা দিয়ে আর লাভ হবে না : খসরু

0
12

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১৪৪ ধারা দিয়ে লাভ হবে না। ধারার সময় শেষ হয়ে গেছে। অন্যান্য জায়গার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও ধারা কাজ হয়নি। জোয়ার শুরু হলে বাঁধ দিয়ে রাখা যায় না।

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সাহসের সাথে আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার এখন আলোচনায় বসছে। এ আলোচনা ভোট চুরির প্রক্রিয়ার অংশ। তাই আমাদের সাহসের সাথে আগামী দিনে এগিয়ে যেতে হবে।

পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাইয়ের বটতলী এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা। কেন্দ্রীয় বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বেগম জিয়া কারাগারে হেঁটে গেছেন। এখন নিজের পায়ে দাঁড়াতে পারেন না। এর দায় সরকারকে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here