তৈমূরকে শামীম ও সেলিম ওসমানের প্রার্থী বললেন আইভী

0
18

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী।

শনিবার সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী আইভী বলেন, ‘আমি এতদিন বলেছি, আমি একটা দল করি। আমি দলের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি। সুতরাং জনস্রোত আমার সাথে থাকবে। জনতাই আমার শক্তি। কিন্তু আমি আগে যা বলিনি তা আজকে স্পষ্টভাবে বলতে চাইছি, তৈমূর আলম খন্দকার বিএনপির প্রার্থী নন, জনগণের প্রার্থী নন। তিনি গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমানের প্রার্থী। শামীম ওসমান তাকে প্রার্থী করেছেন। তিনি জনতার প্রার্থী নন, বিএনপির প্রার্থী নন। যদি তিনি বিএনপির প্রার্থী হতেন তাহলে তার ধানের শীষে থাকতো।

তিনি বলেন, ‘এখানে ধানের শীষ নাই। উনি গডফাদারের প্রার্থী। শামীম ওসমানের প্রার্থী। নতুন করে আবার উত্থান হতে শুরু করেছে।’

এক প্রশ্নের জবাবে আইভি বলেন, ‘শামীম ওসমান আমার দলের হোক তাতে কি? আমি উনার সাথে নির্বাচন করেছি ২০১১ সালে। ২০১৬তে উনি সাখাওয়াতকে সাপোর্ট দিয়েছেন, আমাকে দেননি। উনি নৌকার বিরুদ্ধে ধানের শীষে সিল মেরেছেন। উনি ১৯৯৬তে নাজমা রহমানের নৌকা কেড়ে নিয়েছেন। ভোট বাক্স ছিনতাই করেছেন তার ভাইয়ের লাঙ্গল প্রতীকের পক্ষে। কিসের আওয়ামী লীগ করেন! কেমন আওয়ামী লীগ করেন! যে লাঙ্গলের হয়ে তার ভাইয়ের জন্য নৌকার ব্যালট বক্স ছিনতাই করেন? উনি সুবিধাবাদী।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। মাথাচাড়া দিয়ে উঠেছে গডফাদার, সন্ত্রাসীরা। আসুন, যেভাবে আমরা শক্ত হাতে দমন করেছি ঠিক সেভাবে এই দন্তবিহীন বাঘকে শক্ত হাতে দমন করতে চাই। আমরা হাতিকেও দমন করতে চাই, সন্ত্রাসীকে দমন করতে চাই। ভালো মানুষকে লালন করতে চাই। আমার পাশে আসুন। আমাকে ভোট করুন, সাপোর্ট করুন। আমরা শান্তিময় সবুজ সুন্দর নারায়ণগঞ্জ গড়ি একসাথে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here