রাজশাহীর কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন জামায়াত-শিবিরের নেতারা। বুধবার এ সংবর্ধনা দেওয়া হলেও শুক্রবার রাত থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে-সাবেক শিবির নেতা ও বর্তমান জামায়াতের রোকন একাধিক নাশকতা মামলার আসামি মিজানুর রহমানসহ জামায়াত নেতারা ওসি সিদ্দিকুর রহমানকে ক্রেস্ট দিচ্ছেন। কাটাখালী পৌরসভার শ্যামপুর আহলে হাদীস জামে মসজিদের পক্ষ থেকে তাকে সম্মাননা জানিয়ে ওই ক্রেস্ট দেওয়া হয়।
মিজানুর রহমান রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কাটাখালী পৌরসভার সাবেক মেয়র মাজেদুর রহমানের ছেলে।
এ বিষয়ে ওসি সিদ্দিকুর রহমান জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। জামায়াত-শিবিরের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দেওয়া হয়নি। মসজিদ কমিটি হওয়ায় তিনি বিষয়টি উপেক্ষা করতে পারেননি।
পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন বলেন, এ ঘটনা খুবই অপ্রত্যাশিত। জামায়াত নেতাদের কাছ থেকে এ ধরনের সংবর্ধনা গ্রহণ করা ওসির উচিত হয়নি।
পবা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, জামায়াত-শিবির এ অঞ্চলে যেভাবে নাশকতা করেছে, তাদের কাছ থেকে ওসির সংবর্ধনা নেওয়া দুঃখজনক।