একই সময় মায়ের গর্ভে বেড়ে উঠা এবং একসঙ্গে জন্ম নেওয়া সহদরদের বলা হয় যমজ। যমজ সহোদররা ভিন্ন বছরের জন্ম নিয়েছে এমন ঘটনা হয়তো কখনো শোনেননি। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে।
এক যমজ ভাইবোন জন্ম নিয়েছে দুইটি ভিন্ন বছরে। যদিও তাদের জন্ম মাত্র পনেরো মিনিটের ব্যবধানে!
মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়ার গ্রিন্ডফিল্ড শহরে ফাতিমা মাদ্রিগাল এবং রবার্ট ট্রুজিলো দম্পতির যমজ সন্তান আলফ্রেডো এবং আইলিন জন্ম নেয় দুইটি ভিন্ন বছরে। আলফ্রেডোর জন্ম ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে। আর তার বোন আইলিনের জন্ম ২০২২ সালের ১ জানুয়ারির প্রথম প্রহর ১২টায়।
গ্রিন্ডফিল্ডের নাটিভিদাদ মেডিকেল সেন্টার এক ফেসবুক পোস্টে এই ঘটনা শেয়ার করেছে। ওই পোস্টে ভিন্ন বছরে জন্ম নেওয়া যমজ ভাইবোনের ছবিও শেয়ার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
যমজ ভাইবোন সুস্থ আছে বলে পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে। জন্মের সময় আইলিনের ওজন ছিল ২.৬৬ কেজি আর আলফ্রেডোর ওজন ছিল ২.৭৫ কেজি।
যমজ বাচ্চাদের এই অনন্য জন্ম তারিখ নিয়ে ফাতিমা মাদ্রিগাল তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, আমার জন্য এটা দারুণ ব্যাপার যে তারা যমজ কিন্তু ভিন্ন তারিখে তাদের জন্ম।