ইসরায়েলে প্রতিদিনই মারা পড়ছে শত শত পাখি। এ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি দেশটি। পরিবেশ দূষণ রোধে এরইমধ্যে শুরু হয়েছে মারা যাওয়া পাখি অপসারণ।
পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে দেশটির প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
গেলো কয়েকদিনে দেশটির হুলা উপত্যকার হ্রদগুলোয় ভাসতে দেখা যায় হাজারো পরিযায়ী পাখির মরদেহ। পরে জানানো হয় বার্ড ফ্লুতে আক্রান্ত পাখিগুলো। তবে কীভাবে এই সংক্রমণ ছড়ালো সেই সম্পর্কে এখনও কোনো তথ্য মেলেনি।
পাখির মাধ্যমে মানুষের শরীরে ছড়ানোর যে শঙ্কা ছিল তা নাকচ করে দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা জানান, লেকটি পরিদর্শন করা কারও শরীরেই মেলেনি বার্ড ফ্লুর অস্তিত্ব।