করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এবং আগের ডেল্টা ধরন যৌথভাবে সংক্রমণের সুনামি তৈরি করে ভয়ানক বিস্তারের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
বিবিসি জানিয়েছে, ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্তের পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হিসেবে ফ্রান্সের নাম উঠে এসেছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৮ হাজার জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে ২ লাখ ৬৫ হাজার ৪২৭ জনের আক্রান্তের রেকর্ড হয়েছে।
ডেনমার্ক, পর্তুগাল, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও রেকর্ড সংখ্যক আক্রান্ত হবার খবর জানানো হয়েছে বিবিসির অনলাইন প্রতিবেদনে
এক গবেষণায় দেখা গেছে, ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন দুর্বল হলেও সংক্রমণ বিবেচনায় দ্রুততর সময়ে বিভিন্ন দেশে সংক্রমিত হয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান সাংবাদিকদের বলেছেন, তিনি ওমিক্রনকে শুধুমাত্র ঢেউ বলতে চান না, প্রলয়ঙ্কারী ঢেউ বলতে চান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ অবস্থাকে উভয় হুমকি বলেছেন। কারণ ওমিক্রন ও ডেল্টা ধরনেই বিশ্বব্যাপী অসংখ্য মানুষ কোভিড আক্রান্ত হয়েছে।ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান সাংবাদিকদের বলেছেন, তিনি ওমিক্রনকে শুধুমাত্র ঢেউ বলতে চান না, প্রলয়ঙ্কারী ঢেউ বলতে চান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ অবস্থাকে উভয় হুমকি বলেছেন। কারণ ওমিক্রন ও ডেল্টা ধরনেই বিশ্বব্যাপী অসংখ্য মানুষ কোভিড আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, এর প্রভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মীদের উপর ব্যাপক বোঝা বাড়বে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও সতর্কতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।
বিভিন্ন দেশ করোনার এ নতুন ধরন মোকাবেলায় এরই মধ্যে বুস্টার ডোজের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।