২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। একই সঙ্গে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.০৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.২২ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫ শতাংশ। সবেচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৫৩০ জন।
তবে সবেচেয়ে বেশি পাসের হার এসেছে ময়ময়নসিংহ বোর্ডে। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ৯২ জন।
এছাড়াও রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯৬.৭৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।
ফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক কষ্ট করে কোভিডের সময় পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান করা সম্ভব হয়েছে। এজন্য আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে করোনার কারণে সশরীরে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর পক্ষে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল গ্রহণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অতিমারীর কারণে এ বছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরবর্তীতে সবার সহযোগিতায় এবারের পরীক্ষাটি যথাযথভাবে সম্পন্ন করা গেছে। তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও ফল প্রত্যাশীদের অভিনন্দন জানান।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এসএসসির ফল পাওয়া যাবে। এছাড়া মুঠোফোনে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফলাফল জানা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।