কেন্দ্রের অভাবে মসজিদেই চলছে ভোটগ্রহণ

0
0

অবকাঠামোর অভাবে মসজিদে কেন্দ্র করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোলন্দাজ বাড়ি জামে মসজিদে পুরুষ কেন্দ্র করে নেয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কেন্দ্রে ৩টি বুথে ২৬৮টি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৮৮৬।

 

সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মসজিদের সামনে ভোট প্রদানের জন্য ভোটাররা সারিবদ্ধভাবে ভোটকেন্দ্রে অপেক্ষা করছেন। মসজিদের ভিতরে প্রিজাইডিং, পোলিং ও এজেন্টরা ভোটিং কার্যক্রমে ব্যস্ত। চারদিকে বসতবাড়ি ঘেরা নিরিবিলি একটি গ্রামীণ পরিবেশে নিরাপত্তা বাহিনীর বলয়ের মধ্যে সুষ্ঠু ভোটগ্রহণ চলছে।

 

লাইনে দাঁড়ানো নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, ‘মসজিদের পাশে যেই ঘরটা ছিল সেখানেই ভোট নিতে পারত। আমাগো করার কি আছে ভাই। পবিত্র এইখানে ভোট নেয়ায় আমাগো কাছে খারাপ লাগতাছে। কিন্তু কি করার ভোট দিতে আইছি। এইডা হেগো আগে ভাবা উচিত ছিল’।

 

মসজিদ কেন্দ্রে ভোট প্রদান করে আসা মুক্তিযোদ্ধা খলিল ব্যাপারী বলেন, এমন কাজ মসজিদের সম্মানকে ছোট করেছে। যেখানে নামাজ পড়া হয় সেখানে মানুষজন যার যার মত ঢুকতেছে ভোট দিতেছে এটা মসজিদের অমর্যাদা। টিনের ওই ঘরে একপাশে নারী আর একপাশে পুরুষ এদের ভোট নেয়া যেত। কিন্তু কর্তৃপক্ষ কেন করলো না এটাই আমরা বুঝে উঠতে পারলাম না।

 

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা সোহেল খান বলেন, এই কেন্দ্রটা একটু রিমোট এরিয়ার মধ্যে। এখানে কোনো প্রাইমারি স্কুল বা মাদ্রাসা বা অন্য কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে মসজিদের মধ্যেই ভোট নিতে বাধ্য হচ্ছি। পাশে একটি ছোট টিনের ঘর ওই জায়গা টুকুর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এত ভোট নেয়ার সুযোগ না থাকায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। যার কারণেই আমাকে বাধ্য হয়ে মসজিদের মধ্যে বুথ করে ভোট নিতে হচ্ছে।তিনি আরও বলেন, ভোটগ্রহণ বন্ধ করার সুযোগ নেই। তাই নামাজের সময় শুধু জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে সবাইকে বাড়িতে নামাজ আদায় করার পরামর্শ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here