করোনাভাইরাসে আট লাখের বেশি আমেরিকান নাগরিকের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে চলা মহামারিতে কোনও দেশে এটাই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মৃত্যু হয়েছে টিকা না পাওয়া এবং বয়স্কদের। এছাড়া ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেশি মৃত্যু হয়েছে। আবারও ভয়াবহ হারে মৃত্যু বাড়তে থাকা প্রত্যক্ষ করছে দেশটি।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ এক লাখ মানুষের মৃত্যু হয়েছে মাত্র ১১ সপ্তাহে। গত শীতের পর অন্য যে কোনও সময়ের চেয়ে এটাই সবচেয়ে বেশি দ্রুত হারে মানুষের মৃত্যুর ঘটনা।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ ড. কেরি অ্যালতোফ বলেন, ‘অসুস্থতার যে ঢেউ আমরা দেখতে পাচ্ছি তা ততক্ষণ অব্যাহত থাকবে যতক্ষণ জনগোষ্ঠীর মধ্যে সুরক্ষার মাত্রা তা ঠেকানোর জন্য যথেষ্ট হবে না। খুব সাধারণভাবে, আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।’
গত বছরের শীতে যুক্তরাষ্ট্রে প্রথম ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। তারপর দেশটিতে আরও তিন লাখ মৃত্যু হয়েছে। এই বছরের এপ্রিলের আরও দুইটি- মডার্না এবং এক ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন করে যুক্তরাষ্ট্র। তিনটি টিকাই দেশটির সব প্রাপ্ত বয়স্ক মানুষের হাতের নাগালে নিয়ে আসা হয়েছে।