মাগুরা- নড়াইল সড়কের ধলহারা গ্রামের পাঁজাখোলা নামক স্থানে মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে দ্রুতগামী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বিল্ডিং এ সজোরে আঘাত হানে, এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহত হয় কমবেশী ১৫ জন। নিহতরা হলেন গোলাম নবী(৬০) ও বাবু বিশ্বাস(৫৫) নিহত গোলাম নবী মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের সব্দুল মোল্লার ছেলে অপর নিহত বাবু বিশ্বাস একই গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যাত্রীবাহি বাস গঙ্গারামপুর থেকে মাগুরা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।