দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে সরকারি হাসপাতালগুলো। ওষুধ, শয্যা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ প্রস্তুত রাখা হয়েছে। যেসব হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন আছে সেখানে সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কদের সঙ্গে সিভিল সার্জনরা কথা বলেছেন। কোনো ধরনের সরঞ্জাম নষ্ট থাকলে তা ঠিক করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জনরা এসব তথ্য জানিয়েছেন। ‘ওমিক্রন’ বিশ্বের অন্তত ৬৬টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই ভাইরাসটি অতিসংক্রামক। এটি একই সময়ে ১২ জনকে আক্রান্ত করতে সক্ষম। তাই যেসব দেশে এই ভাইরাস ছড়িয়েছে সেখানে প্রতিদিন দ্বিগুণেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্টে মৃতু্যর হার কম। কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, এই ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতা বেশি হলেও প্রাণহানির ক্ষমতা খুবই কম। ওমিক্রন প্রথম ধরা পড়ে আফ্রিকাতে। সেই আফ্রিকা মহাদেশের জিম্বাবুয়েতে বিশ্বকাপ টি-টুয়েন্টি কোয়ালিফাই রাউন্ড খেলতে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওমিক্রন ছড়িয়ে পড়ায় খেলা বন্ধ করে সব দেশের খেলোয়াড়দের নিজ নিজ দেশে ফেরত পাঠায় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আইসোলেশনে রাখা হয়। চারবার টেস্ট করার পর দুইজনের করোনা পজিটিভ আসে। তাদের জিনোম সিকোয়েন্স করে দেখা যায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল ও উত্তর সিটি করপোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতাল দুটিতে সরেজমিনে দেখা যায় একটিতে সাধারণ রোগী আছে ১০ জন আরেকটিতে রোগী নেই। বেডগুলো শূন্য পড়ে আছে। অথচ এই দুটি হাসপাতালে সাধারণ বেড আছে এগারোশ’র বেশি। হাসপাতালের কর্মীরা জানান, এখন রোগী তেমন নেই। বেডগুলো শূন্য পড়ে আছে। সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। তবে ওমিক্রন দেশে ধরা পড়ার পর কর্মকর্তারা সব দিকেই দেখভাল করছেন। প্রস্তুত রাখা হয়েছে হাসপাল। ওমিক্রন দেশে ধরা পড়ার আগেই জেলা সিভিল সার্জন দপ্তরে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওমিক্রন সতর্কতা গ্রহণে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয় সেই চিঠিতে। বলা হয়, যেসব দেশে ওমিক্রণ ছড়িয়েছে সেসব দেশ থেকে কেউ এলে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে। এরপর কোভিড টেস্টে নেগেটিভ এলে বাসায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। সে অনুযায়ী বিভিন্ন জেলা সিভিল সার্জনরা কাজ করছেন বলে জানা গেছে। ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করতে। সেই অনুযায়ী ১৪ ডিসেম্বর দেশের প্রতিটি বিভাগীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা সিভিল সার্জনদের সঙ্গে জুম মিটিং করেন স্বাস্থ্যমন্ত্রী। দ্রম্নত সময়ের মধ্যে সব ধরনের নষ্ট ইকুইপমেন্ট ঠিক করে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য প্রস্তুতি নিতে সবাইকে নির্দেশ দেন তিনি। তিনি বলেন, কোনো ভাবেই যাতে ওমিক্রন আবার দেশের ভেতরে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিদেশ থেকে আগতদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে কেউ এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে। সেন্ট্রাল অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণ প্রস্তুত রাখতে হবে। প্রত্যেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিতে হবে। জেলা সিভিল সার্জনরা ফোনে যায়যায়দিনকে বলেন, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও সাধারণ শয্যা ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। নতুন করে অধিদপ্তর থেকে কিছু কিছু জেলায় শয্যা পাওয়া গেছে। সেগুলোকেও প্রস্তুত করা হয়েছে। নষ্ট যন্ত্রপাতি ঠিক করা হচ্ছে। দুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান টুটুল যায়যায়দিনকে বলেন, ‘বর্তমানে করোনার প্রকোপ কম হওয়ার কারণে হাসপাতালে নন-কোভিড রোগীদের দেখা হচ্ছে। যদি কোভিড পরিস্থিতি খারাপ হয় তবে নন-কোভিড বন্ধ করে সম্পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের আইসিইউ, সিসিইউসহ সব ধরনের শয্যা প্রস্তুত করা হয়েছে। হাসপাতালের একটি অংশ আমরা সংরক্ষিত রেখেছি কোভিড ডেডিকেটেড হিসেবে। আর একটি অংশ ব্যবহার করছি নন-কোভিড হিসেবে। তাই যেগুলো ব্যবহারের মধ্যে আছে সেগুলোকে কোভিডে ফিরিয়ে আনতে বেশি সময় লাগবে না।’ তিনি বলেন, ‘প্রধনমন্ত্রীর বক্তব্যই অনুশাসন। আমি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে রেখেছি। কোভিডের ওমিক্রণ ভ্যারিয়েন্ট মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’ রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় যায়াযায়দিনকে বলেন, ‘আমাদের প্রস্তুতিতে কোনো কমতি নেই। ২য় ঢেউয়ের সময় আমরা একটি কঠিন সময় পার করেছি। সেখান থেকে আমরা বেশ কিছু বিষয় শিখেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এবার প্রস্তুতি গ্রহণ করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অক্সিজেন সিলিন্ডার ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা প্রস্তুত আছে। আইসিইউ, সিসিইউ প্রস্তুত আছে। উপজেলা হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। বিদেশ থেকে কেউ এলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিন করার নির্দেশ দেওয়া আছে। প্রয়োজনে সহযোগিতা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।’ মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান ফোনে যায়াযায়দিনকে বলেন, ‘ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে আসা তিনজনকে বাদ্ধতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারোন্টনে নিয়েছি আমরা। কোভিড নেগেটিভ আসার পর তাদের ছাড়া হয়েছে। হাসপাতাল, নার্স ও শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী যায়যায়দিনকে বলেন, ‘আপাতত আমরা নন-কোভিড রোগীদের দেখছি। সঙ্গে কোভিড চিকিৎসাও চলছে। কিন্তু যদি কোভিড বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমরা কোভিড ডেডিকেটেড হয়ে যাব। হাসপাতাল প্রস্তুত আছে। আমাদের কিছু যন্ত্রপাতি নষ্ট আছে। সেগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে। আশা করি আগামী সপ্তাহে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়ে যাবে।’ তিনি বলেন, ‘হাসপাতালের আইসিইউ, সিসিইউ রেডি। যদি রোগী বৃদ্ধি পায় আমি দ্রম্নত সময়ের মধ্যে চিকিৎসা দিতে পারব। লিখিত কোনো চিঠি আমি না পেলেও ওমিক্রন নিয়ে বেশ কিছুদিন আগে একটি সতর্ক বার্তা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটার পরই হাসপাতালটি প্রস্তুত করার কাজে হাত দেই।’ স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক ডা. ফরিদ মিয়া যায়াযায়দিনকে বলেন, ‘যারা বিদেশ থেকে আসছে তাদেরর্ যাপিড এন্টিজেন টেস্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব দেশে কোভিডের ওমিক্রন ছড়িয়েছে সেসব দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হচ্ছে। প্রয়োজনে আরটিপিসিআর টেস্ট করারও অনুমতি দেওয়া আছে। যাতে কোনোভাবেই ওমিক্রন দেশে ঢুকতে না পারে। তিনি আরও বলেন, দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো আগেই ওমিক্রন নিয়ে একটা নির্দেশনা দেওয়া আছে। এখন আর নতুন করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যেহেতু এখনো করোনা তেমন বৃদ্ধি পায়নি। যদি বৃদ্ধি পায় তবে যেসব কোভিড হাসপাতাল নন-কোভিড রোগী দেখছে তা বন্ধ করে দেওয়া হবে।